জামালপুরে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগের অফিস
জামালপুরের মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার পর ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিক্ষুব্ধ জনতা অফিসটি গুঁড়িয়ে দেয়।
জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে বিক্ষুব্ধ জনতার একটি মিছিল উপজেলা পরিষদের সামনে থাকা আওয়ামী লীগের অফিসে আগুন ধরিয়ে দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। কিছুক্ষণ পর সেখানে ভেকু মেশিন নিয়ে গিয়ে অফিসটি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
বিজ্ঞাপন
এর আগে, সারা দেশের মতো গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের অফিসে আগুন ধরিয়ে দেয়। আগুনে পোড়ার মতো কিছু না থাকায় আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। সর্বশেষ রাত ৯টার দিকে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ অফিসের পাকা ভবনটি ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বরেন, মেলান্দহ উপজেলায় কোনো কমিটি নেই। ফলে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ নাই। আমরা এসব কর্মকাণ্ড রোধ করার চেষ্টা করছি। যারা এসব করছেন, তাদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞাপন
মেলান্দহ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার নাছির উদ্দিন খন্দকার ঢাকা পোস্টকে বলেন, উপজেলা আওয়ামী লীগের অফিসে আগুন লাগার বিষয়টি স্টেশনে কেউ জানায়নি। এ বিষয়ে কিছু জানি না।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঢাকা পোস্টকে বলেন, উপজেলা আওয়ামী লীগের অফিস ভাঙার বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেনি। তাই এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।
মুত্তাছিম বিল্লাহ/এএমকে