আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফ-সম্পাদক আল মামুন
আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় শিল্পাঞ্চলের আশুলিয়ার নরসিংহপুর চায়না গার্ডেন ও চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত এক আলোচনা সভায় নব গঠিত কমিটি ঘোষণা করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন’ এর সাংগঠনিক কার্যক্রমকে আরও বেশি গতিশীল করতে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২৪ জানুয়ারির মধ্যে আলোচনায় কণ্ঠ ভোটের মাধ্যমে প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আমিরুল ইসলাম আসিফ ও সাধারণ সম্পাদক মো. আল-মামুনসহ ৫১ (একান্ন) সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। নবগঠিত এই কমিটি আজকে থেকে আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় শিল্পাঞ্চলের আশুলিয়ার নরসিংহপুর চায়না গার্ডেন ও চাইনিজ রেস্টুরেন্টে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের সকল সদস্য, কার্যনির্বাহী সদস্য, উপদেষ্টা মন্ডলী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতিত্বে করেন অ্যাডভোকেট শফিক দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত সভায় নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অন্যান্য সদস্যরা বক্তব্য প্রদান করেন। নতুন কমিটির মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদস্যরা।
বিজ্ঞাপন
কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে রয়েছেন মো. আ. রশিদ পলান, সহ- সভাপতি মো. শফিক দেওয়ান, মোস্তাফিজুর রহমান লিটন, মো. মনসুর মানিক, মেহেদী হাসান আজাদ, শহীদুল ইসলাম ও মো. আরিফুল ইসলামকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনকে, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু দেওয়ান, রাসেল আহমেদ, রবিন প্রামাণিক, মো. হাসেম সরকার, মো. মাহফুজ আলম, জাহিদুল ইসলাম সরকার, মো. মাসুদ প্রামাণিক। সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন আবীরকে। সহঃ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব রাসেল, মোঃ শরিফুল ইসলাম শিশির, জসিম উদ্দিন।
অর্থ সম্পাদক মো. সেলিম হোসেন, সহঃ অর্থ সম্পাদক মো. আমিরুল ইসলাম। দপ্তর সম্পাদক মো. ইমতিয়াজ হোসেন , সহঃ দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ইমাম হাসান ভুঁইয়া, সহ. আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আশরাফুল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাসুদ রানা, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মিলন হোসেন (মাস্টার), ধর্ম বিষয়ক সম্পাদক মো. জালাল সরকার, মহিলা বিষয়ক সম্পাদক শামীম আরা নিপা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. লিয়াকত সরকার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. হারুন, সমাজসেবা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. সাঈদ হোসাইন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদ আহমেদ দীপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজন সাহা, উন্নয়ন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ওয়াসিম আকরাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন সাজু ও মানব কল্যাণ সম্পাদক মো. জহির আলম।
বিজ্ঞাপন
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আরিফ হোসেন, আহসানুল হক বাপ্পি, আলমগীর হোসেন সরকার, আসাদুজ্জামান আসাদ, মাহাদী হাসান, মো. ফয়সাল আহমেদ, রাসেল আহমেদ রনি, মোখলেছুর রহমান, আব্দুল মান্নান ও মাকসুদুর রহমান।
এ ছাড়া ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুকে প্রধান উপদেষ্টা এবং বিসিআইসি চেয়ারম্যান মো. সাইদুর রহমান, উপ-সচিব মো. কামাল হোসেন, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. মঈন উদ্দিন বিপ্লব, প্রফেসর মো. আবুল কালাম আজাদ, নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ডক্টর মো. তালেব হোসেন, সাংবাদিক মতিউর রহমান শাহেদসহ মোট ৩৩ সদস্যের উপদেষ্টা কমিটিও করা হয়েছে।
প্রসঙ্গত ২০১৯ সালের ২৬ জুলাই থেকে আশুলিয়া শিল্পাঞ্চলে একটি সামাজিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে “আশুলিয়া গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন”। সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আশুলিয়ার শিক্ষিত সমাজের একটি বটবৃক্ষে পরিণত হয়েছে।
এমএএস