আবদুল কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু করেছে পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ বিশেষ ডেস্কের উদ্বোধন করেন পৌর মেয়র আবদুল কাদের মির্জা।

প্রবাসীদের জন্য চালু হওয়া এ হেল্প ডেস্ক ২৪ ঘণ্টা সচল থাকবে জানিয়ে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, একটি হটলাইন নম্বরে (০১৭৪০৫৮০৮১২) প্রবাসীরা তাদের যেকোনো সমস্যা ও অভিযোগ করতে পারবেন।

আবদুল কাদের মির্জা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে সব থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন প্রবাসীরা। তাদের পরিবারের বিভিন্ন সমস্যা, বিশেষ করে নিরাপত্তা, পাসপোর্ট তৈরি, জায়গা জমির উত্তরাধিকার সংক্রান্ত জটিলতায় তারা হয়রানির শিকার হন।

কাদের মির্জা আরও বলেন, এসব সমস্যা থেকে দ্রুত সমাধানের জন্য বসুরহাট পৌরসভার পক্ষ থেকে এ হেল্প ডেস্ক চালু করা হয়েছে।সমস্যা থাকলে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। শুধু লোক দেখানো নয়, প্রকৃত অর্থেই প্রবাসীদের কল্যাণে এ ডেস্ক কাজ করবে।

এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাসিব আল আমিন/এমএসআর