খাটের নিচে লাশ পুঁতে রেখেও রক্ষা হলো না
রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের এক দিন পর ১০ বছরের এক শিশুর মরদেহ পাওয়া গেছে। প্রতিবেশীর বাড়ির ঘরে খাটের নিচ থেকে মাটিচাপা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে মিঠাপুকুরের বালুয়া মাসুমপুর গ্রামে।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান।
বিজ্ঞাপন
ওসি জানান, ওই শিশু বুধবার (২৬ মে) সন্ধ্যায় চিপস কেনার জন্য মায়ের কাছ থেকে টাকা নিয়ে বেরিয়ে যায়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
তিনি আরও জানান, ঘটনার একদিন পর বৃহস্পতিবার ভোরে শিশুটির প্রতিবেশী শাহিন মিয়ার ঘরে মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে সন্দেহের জেরে সেখানে গিয়ে মাটি সরাতেই শিশুটির হাত দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
বিজ্ঞাপন
দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে কাজ শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।
রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, সন্দেহ করা হচ্ছে শিশুটিকে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা করা হতে পারে। চিৎকারে ধরা পড়ার ভয়ে শিশুটিকে হত্যার পর ঘরের খাটের নিচে মাটিচাপা অবস্থায় মরদেহটি লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর