বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন সাতজন। তবে সুস্থ হয়েছেন ২৪ জন। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃতরা হলেন- জয়পুরহাটের রুহুল আমিন (৬৬), নওগাঁর রাঙ্গা চৌধুরী (৫৬) এবং বগুড়া সদরের নামুজা এলাকার জামিল উদ্দিন (৬৫)। এদের মধ্যে রুহুল আমিন ও রাঙ্গা চৌধুরী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং জামিল উদ্দিন মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

এছাড়াও বগুড়ায় করোনা সংক্রমণ কমেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের নমুনার ফলাফলে নতুন করে সাতজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৯ দশমিক ৩৩ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৪ জন। নতুন আক্রান্ত সাতজনের মধ্যে সদরের ছয়জন আর একজন আদমদিঘীর বাসিন্দা। 
 
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ২৬ মে শুধুমাত্র শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭৫ জনের নমুনা পরীক্ষায় সাতজনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় ১২ হাজার ২২৩ জন করোনায় আক্রান্ত হলেন। সুস্থতার সংখ্যা ১১ হাজার ৫৯১ জনে দাঁড়িয়েছে। এছাড়াও নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩১৩ জন। বর্তমানে করোনায় আক্রান্ত ৩১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। 

সাখাওয়াত হোসেন জনি/আরএআর