নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনীতে সড়কে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান বসানোর অপরাধে দুই দোকানিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের শাহজাহানের ছেলে মো. ইয়াছিন শান্ত (২২) ও একই ইউনিয়নের কবির হোসেনের ছেলে মো. শাহ আকবর (২২)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, যানজট এড়াতে চৌমুহনী বাজারের সড়কের ওপর দোকান বসাতে নিষেধাজ্ঞা দেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ইয়াছিন ও শাহ আকবর দোকান বসালে তাদের উঠে যেতে বলেন পৌরসভার স্টাফরা। কিন্তু তারা দোকান না সরিয়ে উল্টো অসদাচরণ ও মারধরের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ইয়াছিনকে তিন দিন ও আকবরকে ২০ দিনের কারাদণ্ড প্রদান করেন, একইসঙ্গে দুইজনকে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

চৌমুহনী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, চৌমুহনী বাজারের প্রধান সড়কে যানজট কমানোর জন্য আমরা দীর্ঘদিন ধরে পৌরসভার স্টাফ নিয়োজিত করে কাজ করে যাচ্ছি। আমরা প্রধান সড়কে সকল অবৈধ দোকান তুলে দিয়েছি। ইয়াছিন ও আকবর প্রধান সড়কের ওপর মাছের দোকান বসালে পৌরসভার স্টাফরা রাস্তার ওপরে বসতে নিষেধ করে। কিন্তু তারা খারাপ আচরণ এবং অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

হাসিব আল আমিন/এমজেইউ