রাঙামাটিতে ডেভিল হান্ট অভিযানে আটক ৩
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে চলছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। এই অপারেশনের অংশ হিসেবে রাঙামাটিতে আটক অভিযান শুরু হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল থেকে বিভিন্নস্থানে অপারেশন চালায় ডিবি পুলিশ। এসময় রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আলীসহ তিনজনকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, রোববার বিকেল থেকে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে অভিযান কার্যক্রম শুরু করে ডিবি পুলিশ। বিকেলে রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আলীকে আটক করে ডিবি পুলিশ। এর আগে ডিবি পুলিশ রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরের বাস ভবনে অভিযান পরিচালনা করলে তাকে তার বাসায় পাওয়া যায়নি। পরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাস ভবনে অভিযান চালিয়ে সাধারণ সম্পাদক মনছুর আলীকে আটক করে। অপরদিকে ৯নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাওলা মিয়া এবং সদর উপজেলা শ্রমিকলীগের নেতা শাহজালাল মাঝিসহ এই তিনজনকে আটকের পর কোতয়ালী থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মিশু মল্লিক/আরকে