রাজবাড়ীতে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আজিজুল ব্যাপারী (২৭) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারী ও মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে সদর উপজেলার আলাদিপুর নতুন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল ব্যাপারী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের মোস্তফা ব্যাপারীর ছেলে। তিনি সিলেটের জালালাবাদ সেনানিবাসের ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের একজন সৈনিক ছিলেন।

জানা গেছে, আজীজুল ব্যাপারী দেড় মাসের বাৎসরিক ছুটিতে বাড়িতে এসেছিলেন। মোটরসাইকেল নিয়ে তিনি বন্ধুর সঙ্গে গোয়ালন্দে ঘুরতে যাওয়ার পথে আলাদিপুর নতুন রাস্তা এলাকায় আসলে হঠাৎ একজন পথচারী মোটরসাইকেলের সামনে এসে পড়ে। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ওই সেনা সদস্যের মাথায় আঘাত লাগে। স্থানীয় লোকজন তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া ওই সেনা সদস্যের বন্ধু ও পথচারীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম শেখ বলেন, নিহত সেনা সদস্য পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ মো. আব্দুল হান্নান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হলে এর মধ্যে পথিমধ্যে আজিজুল ব্যাপারী মারা যান। সম্ভবত হেড ইনজুরি অথবা অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে