খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সংগঠনটির বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে সরকারের অনুমোদনক্রমে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসেইন শওকতকে প্রশাসক নিয়োগ দিয়েছে।  

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। এতে নতুন নিয়োগ পাওয়া প্রশাসককে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য বলা হয়েছে।    

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসেইন শওকত বলেন, মন্ত্রণালয়ের চিঠি এখনও হাতে পাইনি। হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  

বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, যেহেতু খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপ বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন; যেহেতু, খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপ-এর কমিটির সদস্যদের পদত্যাগ ও বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজমান থাকার কারণে নৌ-পরিবহন গ্রুপের ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না মর্মে সাধারণ সদস্যরা অভিযোগ জানান।
 
যেহেতু, খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের কোনো পরিচালনা পর্ষদ বর্তমানে বিদ্যমান নেই, খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের চলমান অস্থিরতা ও অসন্তোষের কারণে দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এ পরিস্থিতিতে পরিচালনা পর্ষদ কার্যকর ভূমিকা রাখতে পারছে না; খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের পরিচালনা পর্ষদের সমন্বয়হীনতার কারণে বাণিজ্য সংগঠন আইন-২০২২ এর ১৭ (১) অনুযায়ী-ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের স্বার্থে সংগঠনটির সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না মর্মে প্রতীয়মান হয়; খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের সকল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্যে ও চলমান অস্থিরতা দূরীকরণের লক্ষ্যে বাণিজ্য সংগঠন আইন, ২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪, কোম্পানি আইন, ১৯৯৪ ও সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক; সেহেতু, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির বর্তমান পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খুলনা কে খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপ এর প্রশাসক নিয়োগ করা হলো। তিনি ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।  

মোহাম্মদ মিলন/এমএএস