সবাইকে সতর্ক থাকার আহ্বান রাসিক মেয়রের
রাজশাহীতে দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সুরক্ষাসামগ্রী বিতরণ
করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আগেই সবাইকে সর্তক হওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরের দিকে রাজশাহীতে দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও সুরক্ষাসামগ্রী প্রদানের উদ্বোধনীতে অংশ নিয়ে মেয়র এই আহ্বান জানান।
শহীদ কামারুজ্জামান ও জাহানারা ফাউন্ডেশন এই কর্মসূচি বাস্তবায়ন করে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিটি মেয়র লিটন।
বিজ্ঞাপন
মেয়র লিটন বলেন, সারাবিশ্ব এখন কঠিন সময় অতিবাহিত করছে। করোনা নানাভাবে বিশ্বকে বিপর্যস্ত করেছে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। প্রতিবেশী দেশ ভারতে ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হেনেছে। আমাদের দেশে এর কিছুটা প্রভাব পড়েছে। এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু প্যানেল, মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, কাউন্সিলর আব্দুল মমিন, তৌহিদুল হক সুমন, আশরাফুল হাসান বাচ্চু, সংরক্ষিত কাউন্সিলর আয়েশা খাতুন, মাজেদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, বিকেল পর্যন্ত এই আয়োজনে বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন শতাধিক মানুষ। ডা. তারিকুল ইসলাম বনি, ডা. মমিনুল ইসলাম, ডা. তামান্না বাশার, ডা. উম্মুল খায়ের ফাতেমা, ডা. রায়হানুল হক সিজার, ডা. মিজানুর রহমান মিজানসহ ১৫ সদস্যের মেডিকেল টিম চিকিৎসাসেবা প্রদান করেন। আর সুরক্ষাসামগ্রী দেওয়া হয়েছে আরও ৫ শতাধিক মানুষকে।
ফেরদৌস সিদ্দিকী/এমএসআর