ভোলার ঘুইংগারহাট এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদের মধ্যে গুরুতর আহত দুইজন ইউসুফ (৪৫) ও ইমনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতরা হলেন- সোহাগ (৩৫), আজিজ (৩০) ও মিরাজ (২৫)। তারা সদর উপজেলার কমরউদ্দি ও উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ভোলা থেকে চরফ্যাশনগামী বিসমিল্লাহ নামে একটি বাস বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। 

এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে ঘাতক বাস ড্রাইভারের শাস্তি দাবি করেছেন। পরিস্তিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘাতক বাসটি আটক করেছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সৈয়দ মেহেদী হাসান/আরএআর