খুলনায় ১০ মিনিটের ব্যবধানে করোনায় দুজনের মৃত্যু
খুলনায় মাত্র ১০ মিনিটের ব্যবধানে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে ভারতফেরত ১১ জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মৃতরা হলেন বাগেরহাট সদরের মারুফুর রহমান (৯৫) এবং কচুয়ার আকতার হোসেন (৬০)। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬২ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফুর রহমান (৯৫) মারা যান। তিনি বাগেরহাট সদরের চরগ্রামের মৃত জনাব আলীর ছেলে। সকালে করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর মাত্র ১০ মিনিট আগে বিকেল ৫টা ৫ মিনিটে করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটের কচুয়া উপজেলার মৃত সৈয়দ আহমেদের ছেলে আকতার হোসেন (৬০) মারা যান। তিনি ১৯ মে খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন।
বিজ্ঞাপন
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানান, করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন রোগী। এরমধ্যে রেড জোনে ৫২ জন, ইয়োলো জোনে ১৭ জন রয়েছেন।
ডা. সুহাস রঞ্জন হালদার আরও বলেন, এছাড়া ভারতফেরত ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা কোয়ারেন্টাইনে ছিলেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন। এরমধ্যে চারজন ভারতফেরত। আইসিইউতে রয়েছেন ৮ জন রোগী।
মোহাম্মদ মিলন/এমএসআর