নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী এলাকায় ২টি ইটভাটায় অভিযান চালিয়ে ৮ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটার কিলন ভাঙচুর করা হয়।

বুধবার (১২ বুধবার) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান চালায়। 

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার কার্যালয়ের উপ-পরিচালক এ এম এইচ রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান পরিচালনা করে মেসার্স ন্যাশনাল ব্রিকসকে পাঁচ লাখ আশি হাজার টাকা ও মেসার্স প্রতাপ নগর ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ২টি ইটভাটা থেকে আট লাখ আশি হাজার ধার্য করে আদায় করা হয়েছে এবং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া, অভিযানে এক্সকাভেটরের সাহায্যে মেসার্স ন্যাশনাল ব্রিকস এর ১২০ ফুট ফিক্সড কিলন ভেঙে ফেলা হয় এবং ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

মেহেদী হাসান সৈকত/জেডএস