ধামরাইয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আমিনুর রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
গ্রেপ্তার আমিনুর রহমান ধামরাই উপজেলা কুশরা ইউনিয়নের আলী আকবরের ছেলে। সে ধামরাই থানাধীন কুশরা কলেজের ছাত্রলীগের সভাপতি।
ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই এলাকা থেকে ছাত্রলীগের সভাপতি আমিনুরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
বিজ্ঞাপন
এর আগে সকালে ধামরাই থানা পুলিশ অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
লোটন আচার্য্য/এমএ