গাজীপুরে ওলামা দলের দোয়া ও মিলাদ মাহফিল
শবে বরাত উপলক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে ওলামা দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় বেগম আয়েশা অডিটরিয়ামে শ্রীপুর উপজেলা ও পৌর ওলামা দলের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
দোয়ায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করা হয়। সেইসঙ্গে দেশনেত্রী বেগম খালেজা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দেয়া করা হয়।
শ্রীপুর উপজেলা ওলামা দলের সভাপতি মোখলেছ উদ্দিন কফিলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবগঠিত গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ন আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
বিজ্ঞাপন
এ সময় আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, গাজীপুর জেলা ওলামাদলের আহ্বায়ক কারি সিরাজুল ইসলাম, সদস্য সচিব হাফেজ কারি ইব্রাহিম, যুগ্ন-সাধারণ সম্পাদক গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, মাওলানা মো. কবির হোসেন, মাওলানা শফিকুল ইসলাম, আব্দুল জলিল, হাফেজ আতাউর রহমান ইলিম ও আরিফুল ইসলাম, বিএনপি নেতা লুৎফর রহমান আকন্দ প্রমুখ।
শিহাব খান/এএমকে