ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি, আটক ৩
ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতির পাশাপাশি ২ নারী যাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বড়াইগ্রাম থানা পুলিশ বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করেছে। তবে ঘটনাস্থল মির্জাপুর থানায় হওয়ায় সেই থানায় ভুক্তভোগী যাত্রীদের লিখিত দিতে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান, বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকা থেকে ৩ জনকে আটক করে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ ও ভুক্তভোগী যাত্রী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনের বাসটি সোমবার রাত ১০টায় গাবতলী থেকে ছেড়ে আসে। পথে চন্দ্রা এলাকায় বাসটিতে আরো কয়েকজন যাত্রী উঠে। বাসটি টাঙ্গাইল জেলায় এলে নতুন উঠা যাত্রীসহ পূর্বে কয়েকজনসহ ৮/১০ জন বাসটির নিয়ন্ত্রণ নেয়। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে স্বর্ণ-টাকা লুটপাট করাসহ ২ নারী যাত্রীর শ্লীলতাহানি করে। এরপরে ডাকাতরা মীর্জাপুর এলাকায় নেমে যায়। মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাসটি নাটোরের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় আসলে যাত্রীরা বাসটি আটকে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাসটির চালক বাবলু, সুপারভাইজার মাহাবুব আলম ও সহকারী সুমন ইসলামকে আটক করে।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, যাত্রীরা অভিযোগ করেছে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের সহায়তায় ডাকাতরা ডাকাতি করে। তাই এই ৩ জনকে আটক করে থানায় আনা হয়েছে। তবে ২ নারী যাত্রীকে শ্লীলতাহানি ধর্ষণের মতো ঘটনা যাত্রীরা আমাকে জানায়নি। তাই এ বিষয়ে বলতে পারবো না।
বিজ্ঞাপন
ওসি বলেন, ঘটনাস্থল মির্জাপুর থানায় হওয়ায় সেই থানায় ভুক্তভোগী যাত্রীদের লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে। আটকরা এখনো বড়াইগ্রাম থানায় রয়েছে।
গোলাম রাব্বানী/এমএএস