ফেনীর ফুলগাজী ও পরশুরামে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় একটি ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী ফুলগাজীর আনন্দপুর ও পরশুরামে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল ইসলাম ও পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নানা অনিয়মের অভিযোগে ইতোমধ্যে এসব ইটভাটার ছাড়পত্র বাতিল করা হয়েছিল। এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে প্রতিষ্ঠানগুলো কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফুলগাজীর আনন্দপুরে মেসার্স রুপালী ব্রিকসকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ফুলগাজী উপজেলার মেসার্স দেশ ব্রিকস, মেসার্স হাসানপুর ব্রিকস ও পরশুরামের সততা ব্রিকস নামের তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর ফেনীর উপপরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি, সিনিয়র কেমিস্ট মো. তানভীর হোসেন, সহকারী পরিচালক জাহানারা ইয়াসমিন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর ফেনীর উপপরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি ঢাকা পোস্টকে বলেন, জেলায় ৫৭টি অবৈধ ইটভাটা রয়েছে। পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৯ অনুযায়ী এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে ইট পোড়ানোর ছাড়পত্র না থাকা, এক কিলোমিটার এলাকার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি থাকাসহ বিভিন্ন অপরাধে এসব ইটভাটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তারেক চৌধুরী/আরএআর