ঢাকা পোস্টে সংবাদ প্রকাশ
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সেই তিন নেতাকে অব্যাহতি
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানা শাখার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শামসুল আলম, সদস্য মো. নুরুল ইসলাম খান এবং বন্দর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. নূর মস্তানকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করেছে কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু।
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) ‘আ.লীগ কর্মীরা এখন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক!’ শিরোনামে সংবাদ প্রকাশ করে ঢাকা পোস্ট। এর এক দিন পর এ সিদ্ধান্ত নেয় দলটির কেন্দ্রীয় নেতারা।
বিজ্ঞাপন
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু ঢাকা পোস্টকে বলেন, অসুস্থতার মধ্যেই আমি এ কমিটি ঘোষণা করি। খুব দ্রুত কমিটি ঘোষণা করায় ভালোভাবে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। ১২৪ জনের নাম যাচাই-বাছাই করে ৩১ জনের কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তিনজনের নামে অভিযোগ পাওয়ার পর কেন্দ্রে বিষয়টি জানালে এ সিদ্ধান্ত নেয়। দলের এমন সিদ্ধান্তে আমি অনেক খুশি। আওয়ামী লীগ ঘেঁষা কাউকে আমরা আমাদের কমিটিতে রাখব না।
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল সিদ্ধিরগঞ্জ থানা ও বন্দর উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়। এরপর সিদ্ধিরগঞ্জ থানা কমিটির ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শামসুল আলম, বন্দর উপজেলার ৯ নম্বর যুগ্ম আহ্বায়ক নুর মস্তান ও সদস্য মো. নুরুল ইসলাম খানের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় একটি পোস্টারে ২১শে ফেব্রুয়ারির শ্রদ্ধাঞ্জলি জানান শামসুল আলম। তাতে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও জয়ের ছবি রয়েছে। এ ছাড়াও সেই পোস্টারে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়ার ছবি রয়েছে। অন্যদিকে বন্দর উপজেলা কমিটিতে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে তোলা নুর মস্তান ও মো. নুরুল ইসলাম খানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর মধ্যে ক্ষোভ বিরাজ করে।
মেহেদী হাসান সৈকত/এমজেইউ