মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্রামাঞ্চলে বাঁশের টুকরো আর কাগজ দিয়ে শহীদ মিনার তৈরি করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে শিশুরা। নিজেদের হাতে গড়া শহীদ মিনারে আপন মনে গেদা, শিমুল, ঘাসফুলসহ রাস্তার ধারে নাম না জানা আরও কিছু ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় তারা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে গিয়ে দেখা যায় মোতালেব দেওয়ান নামে এক ব্যক্তির বাড়ির উঠানে কয়েকজন শিশু বাঁশের কাঠি ও কাগজ দিয়ে তৈরি করেছে এই শহীদ মিনার।

১১ বছর বয়সী মারিয়া, ইভা, জারা, আদিবা, জিনকা, রুবাইয়া, রাফিকা, জোবায়ের—আট বন্ধু মিলে বানিয়েছে এই শহীদ মিনার। তারা জানায়, প্রতি বছর ২১ ফেব্রুয়ারি এলেই তারা নিজের হাতে শহীদ মিনার তৈরি করে। শহীদ দিবসের আগের দিন থেকেই এর জন্য প্রস্তুতি নিতে থাকে তারা। সকালে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানায়।

ভাষা দিবস সম্পর্কে ওই এলাকার এসএসি পরীক্ষার্থী তিন্নি ও তার বন্ধুরা বলে, আজ ২১শে ফেব্রুয়ারি। তাই আমরা আমাদের বাংলা ভাষাকে সম্মান জানাই।

এই বিষয়ে পাশে থাকা স্থানীয় বয়স্ক বাসিন্দা মোতালেব দেওয়ান বলেন, ‘শিশু-কিশোররা আনন্দ নিয়া এসব বানাইছে, এটাই অনেক। ধীরে ধীরে সব শিখ্যা যাইবো। মুক্তিযুদ্ধ নিয়াও যে ওগো মাথায় আসে এইডাও ভালো।’

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইলিয়াস প্রধান বলেন, শহীদ মিনার বানিয়ে শিশুদের শ্রদ্ধা নিবেদন আসলেই একটি ভালো দিক। এর ফলে বর্তমান প্রজন্মের শিশুদের কাছে ভাষা আন্দোলন সম্পর্কে আরও জানার আগ্রহ বাড়বে।

ব.ম শামীম/এএমকে