যেমন খুশি তেমন সাজোতে অংশ নিল বিড়াল
ময়মনসিংহে শতাধিক বিড়াল নিয়ে ‘ক্যাট শো’ অনুষ্ঠিত হয়েছে। প্রফেসরস পেট কেয়ার নামে একটি সংগঠন শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চে এই ক্যাট শোর আয়োজন করে।
এর আগে সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকা থেকে বিড়াল নিয়ে হাজির হন বিড়াল প্রেমীরা। ২০২৩ সালে প্রথম বার একটি সংগঠন ক্যাট শো করেছিল একই স্থানে। দ্বিতীয় বারের মতো এবার আয়োজনটি করা হয়েছে। যেমন খুশি তেমন সাজো, প্রদর্শনী ও র্যাম্প শোতে অংশ নেয় ১৩০টি বিড়াল। সেরাদের জন্য ছিলো পুরস্কারও। এতে অংশ নেওয়া বিড়ালপ্রেমি ও দর্শনার্থীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন।
বিজ্ঞাপন
আয়োজক সংগঠনের পরিচালক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম বলেন, ময়মনসিংহে যারা বিড়াল লালন পালন করে তাদেরকে এক ছাতার নিচে আনার জন্য আমাদের এই আয়োজন। এখানে বিড়ালের ভ্যাকসিনেশন, বিড়ালকে নিয়ে বিভিন্ন ইভেন্ট তার মধ্যে কেটওয়ার্ক, বেস্ট ক্যাট সিলেকশন, বিড়ালের ফ্রি হেলথ চেকআপ, বিড়ালের লালন পালন ও রোগবালাই সম্পর্কে ধারনা দেওয়া ইত্যাদি ছিল।
লিয়ানা নামের এক তরুণী বলেন, জলি নামে আমার বিড়ালটি এক বছর ধরে পুষছি। পড়াশোনার ফাঁকে সময় কাটাই বিড়ালের সঙ্গে। ডিপ্রেশনে থাকা মানুষগুলোর সবচেয়ে ভালো সময় কাটে বিড়ালের সঙ্গে।
বিজ্ঞাপন
আমান উল্লাহ আকন্দ/আরএআর