‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, জুলাই বিপ্লবের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়েছে ভারতে। আমি সরকারকে বলতে চাই অনতিবিলম্ব একটা জাতীয় নির্বাচন দিতে হবে। একটা রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বলছে জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় সরকারে নির্বাচন চায়। আমি জামায়াতে ইসলামীকেও বলতে চাই জাতীয় নির্বাচন হচ্ছে একটি রাজনৈতিক সমাধান। মানুষের অধিকার আদায়ের জন্য জাতীয় নির্বাচন দরকার। জাতীয় নির্বাচনকে পাশ কাটিয়ে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আজাদী ময়দানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে কেন্দ্র ঘোষিত রাজবাড়ী জেলা বিএনপির জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বর্তমানে একটি অনির্বাচিত সরকার দেশে আছে। এই সরকারের কাজ হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া। কিন্তু এই সরকার অন্য কোনো পন্থায় গেলে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের বিরুদ্ধেও আমাদেরকে আন্দোলনে নামতে হবে। তাই বন্ধুরা আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতা যুদ্ধে লাখ লাখ শহীদের রক্তে ভেজা বাংলাদেশ, জুলাই বিপ্লবে হাজার হাজার ছাত্র জনতার রক্তে ভেজা এই বাংলাদেশে আসুন আমরা গণতন্ত্র ফিরিয়ে আনি। আমাদের নেতা তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সবাই মিলে হাতে হাত রেখে এই সরকারকে বলি অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের ঘোষণা তাকে দিতে হবে।
তিনি বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা ব্রিজ। আমরা এই পদ্মা ব্রিজ চাই। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি আগাম দাবি জানিয়ে রাখলাম পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতু এই অঞ্চলের অর্থ সামাজিক উন্নয়নের জন্য আমরা চাই।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পিছনের কথা আমরা সবাই ভুলে যাই। আমরা সবাই এক হয়ে থাকি। ঐক্যবদ্ধ থেকে রাজবাড়ী জেলা বিএনপিকে শক্তিশালী করি। আজ থেকে রাজবাড়ী জেলা বিএনপির মধ্যে কোনো গ্রুপিং থাকবে না। আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে থাকব। একটা বিএনপির পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ৩১ দফার ভিত্তিতে আমরা গড়ে তুলব।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের নেতা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন ও রেজাউল করিম শিকদার পিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান,কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম প্রমূখ।
এসময় জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মীর সামসুজ্জামান সৌরভ/আরকে