স্বামীকে কুপিয়ে স্ত্রীর গহনা ছিনতাই
চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে এক নবদম্পতি ছিনতাইয়ের কবলে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামী সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীর গহনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে অবস্থা বেগতিক হওয়ায় ছিনতাইকারীরা তাদের মোটরসাইকেলটি নিয়ে পালাতে পারেনি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে।
পুলিশ অবশ্য বলছে, কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা। ফেলে যাওয়া মোটরসাইকেলের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
গতকাল রাত ৮টার দিকে দামুড়হুদায় উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে। আহত সাগর একই উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশচন্দ্রপুর নতুনগ্রামের মজিবারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম ঘটনার বিষয়ে বলেন, ছিনতাইয়ের সময় ধস্তাধস্তি ও চেঁচামেচির কারণে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ফেলেই পালিয়ে যায় ছিনতাইকারীরা।
বিজ্ঞাপন
সাগরের চাচা জাহাঙ্গীর ঢাকা পোস্টকে বলেন, এক জোড়া স্বর্ণের বালা, কানের দুল, গলাই চেইন ও নাকফুল ছিনিয়ে নিয়েছে। পুলিশের দাবি কিছুই নিতে পারেনি জানালে তিনি বলেন, পুলিশের সঙ্গে সাগরের স্ত্রীর দেখা হয়নি। দেখা হলে সে নিজেই জানাবে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সাগরের বাম হাতের ঘাড়ের নিচেই ধারাল অস্ত্রের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। সেখানে ছয়টা সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তিনি শঙ্কামুক্ত।
আরও পড়ুন
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর ঢাকা পোস্টকে বলেন, ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। সেই সময় ধারাল অস্ত্রের আঘাতে সাগর আহত হয়। তবে তাদের থেকে কিছুই নিতে পারেনি। ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।
আফজালুল হক/এনএফ