শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে ট্রলারডুবি ঘটনায় খাদিজা নামে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ মে) ভোর ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

খাদিজা বরগুনার পাতাকাটা গ্রামের শারমিন আক্তারের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মৃদুল চন্দ্র কাপালিক। তিনি বলেন, জাজিরার সিডার চর এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে একটি শিশুর মরদেহ অর্ধেক বালুতে ঢাকা অবস্থায় দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসি।

উল্লেখ্য, বৈরী আবহাওয়ার কারণে গত মঙ্গলবার থেকে লঞ্চ চলাচল বন্ধ করে রাখা হয়। বৃহস্পতিবার বিকেলে পালেরচরঘাট থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি মাছ ধরার ট্রলার শিমুলিয়ার দিকে যাচ্ছিল। পথে পৌলান মোল্লাকান্দি এলাকায় গেলে ট্রলারটি ডুবে যায়। 

খবর পেয়ে জাজিরা নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। এ সময় ১১ ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আর অন্যদের উদ্ধারের জন্য নৌ-পুলিশ অভিযান অব্যাহত রাখে। সন্ধ্যা ৭টার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। ট্রলারে থাকা আরও ৪ জন নিখোঁজ ছিল।

সৈয়দ মেহেদী হাসান/এসপি