বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ বলেছেন, দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আপনারা নিজেদেরকে ইতোমধ্যে যথেষ্ট বিতর্কিত করে ফেলেছেন।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ক্ষমতায় থেকে  দল গঠনের চেষ্টা করছেন। এটি যদি করতে চান জনগণ তা গ্রহণ করবে না।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে আয়োজিত গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন সম্পন্ন করার ব্যবস্থা করুন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা পরিকল্পনার মাধ্যমে তিস্তাপাড়ের মানুষের সমস্যা সমাধানের জন্য বড় ধরনের প্রকল্প গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, দেশে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। খুন ও ছিনতাই বেড়েই চলছে। সাধারণ জনগণ কার কাছে অভিযোগ করবে। এ জন্য অতিসত্বর নির্বাচন জরুরি হয়ে পড়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় গণজমায়েতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, অ্যাডভোকেট মনজুর মোর্শেদ বাবু, জেলা শ্রমিক দলের সভাপতি কাজী আমিরুল ইসলাম ফকু, জেলা জিয়া পরিষদের সদস্যসচিব ডা. আ খ ম আসাদুজ্জামান সাজু প্রমুখ।

রিপন আকন্দ/এমজেইউ