অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে : রহমতুল্লাহ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ বলেছেন, আমি ঢালাওভাবে বলব না, তবে অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। ক্রমাগত বিশৃঙ্খলা বাড়ছে, বাজার ব্যবস্থা নাজুক, বিভিন্ন স্থানে চাঁদাবাজি-সন্ত্রাস হচ্ছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরে তিনি আরও বলেন, সরকারে যারা আছেন তারা দেশ পরিচালনায় অভিজ্ঞ নন। সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করা। দীর্ঘসময়ের ফ্যাসিস্ট সরকারের সঙ্গে লড়াই করে বিএনপি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।
আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন দলের নাম ভাঙ্গিয়ে অপরাধমূলক কার্যক্রম করলে ছাড় দেওয়া হবে না। তিনি সকল নেতার কার্যক্রম সম্পর্কে খোঁজ রাখেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীরা সকল মানুষের খোঁজখবর নিলেও তাদের খোঁজ কেউ রাখে না। রাজনৈতিক নেতাকর্মীদের উচিত গণমাধ্যমকর্মীদের পাশে থাকা। মনে রাখতে হবে গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে দেশে গণতন্ত্র থাকে না। গণতান্ত্রিক একটি দেশে গণমাধ্যমের স্বাধীনতা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি আনিসুর রহমান খান স্বজন ও স্বাগত বক্তব্য দেন বিআরইউর সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এ সময় সংগঠনের সদস্যসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ