বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেছেন, সংস্কারের নামে এখন অনেক রকম খেলা হচ্ছে। অনেক রকম ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারবে না। তারেক রহমানের নেতৃত্বে জাতি আগে ঐক্যবদ্ধ ছিল, এখনো আছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কার সংস্কার বলে নির্বাচন বন্ধ করে দেবেন না। সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচন দিতেই হবে। যে নির্বাচনের মধ্যদিয়ে আমরা দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।

আব্দুস সালাম আজাদ বলেন, ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কার, আর তারেক রহমানের দাবি ছিল যতক্ষণ পর্যন্ত স্বৈরাচার হাসিনার পতন না হবে ততক্ষণ আন্দোলন চলবে। একপর্যায়ে ছাত্ররা পুলিশের সঙ্গে আপস-ফর্মুলায় চলে গিয়েছিল। কিন্তু তারেক রহমান আপস-ফরমুলা মানেননি। তার নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

মাগুরা শহরের নোমানী ময়দানে জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।

জেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন খানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, জেলা বিএনপি নেতা কুতুবউদ্দিন, আমিনুর রহমান খান পিকুল, আশরাফুল আলম জোয়ারদার, মাসুদ হাসান খান কিজিল, মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল প্রমুখ।

তাছিন জামান/এমজেইউ