জামায়াতের এমপি প্রার্থী হলেন আবদুল হামিদের শ্যালক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই মধ্যে কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। সর্বশেষ কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী নির্বাচিত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক কর্নেল (অব.) প্রফেসর ডাক্তার জিহাদ খান। এর আগে এই আসনের এমপি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
কর্নেল (অব.) প্রফেসর ডাক্তার জিহাদ খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য। তিনি বর্তমানে ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হৃদরোগ বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। কর্নেল (অব.) প্রফেসর ডাক্তার জিহাদ খান দুইবারের রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদের সন্তান।
বিজ্ঞাপন
জানা যায়, আগামী সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও নির্বাচনের আগে সংস্কারকে অধিকতর গুরুত্ব দেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনি প্রস্তুতিতে সবচেয়ে এগিয়ে রয়েছে। ইতোমধ্যে দেশের ২১ জেলায় ১০০টি আসনে স্থানীয়ভাবে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নির্বাচনি প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টায় আগেভাগেই ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে চায় দলটি। আগামী সপ্তাহের মধ্যে বাকি ২০০টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে। এখন থেকে ভোটের প্রচার শুরু করতে প্রার্থীদের বলা হয়েছে দলীয়ভাবে। অবশ্য ৫ আগস্টের পর দেশজুড়ে কর্মী সম্মেলন, সভা-সমাবেশের মাধ্যমে নির্বাচনি প্রস্তুতি শুরু করেছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী কর্নেল (অব.) প্রফেসর ডাক্তার জিহাদ খানের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.) প্রফেসর ডাক্তার জিহাদ খানকে নির্বাচিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের অন্য পাঁচটি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছিল দলটি। কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূঁইয়া, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও ঢাকা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়াচর) আসনে ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হুসাইন।
মোহাম্মদ এনামুল হক হৃদয়/এমজেইউ