দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে পীর রহিম শাহ ভাণ্ডারীর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাণীগঞ্জ বাজার থেকে ওরসের নামে অসামাজিক কার্যকলাপে অভিযোগ তুলে একটি লাঠি মিছিল বের করে মাজারে যায়। পরে মিছিল থেকে মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। 

বিক্ষুব্ধ জনতার অভিযোগ, উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছগ্রাম এলাকায় রহিম শাহ বাবা ভাণ্ডারীর মাজারে প্রতি বছর ওরশের নামে গান-বাজনা, মাদক সেবনসহ অশ্লীল কর্মকাণ্ড চলে আসছে। এর প্রতিবাদ করলেও তারা সেটি বন্ধ না করে ২ থেকে ৪ মার্চ পর্যন্ত বাৎসরিক ওরসের আয়োজন করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আজ লাঠি মিছিল বের করে বিক্ষুব্ধ জনতা। পরে ওরসের প্যান্ডেল ও মাজারে আগুন দেয় এবং ভাঙচুর করে তারা।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম মুঠোফোন ঢাকা পোস্টকে বলেন, একটি মাজারে কিছু বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছে এমন খবর পাই। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

সোহাগ গাজী/এমএন