গাড়িচাপায় চাচা নিহত, ভাতিজা আহত
ফরিদপুরের ভাঙ্গায় গাড়িচাপায় অদুদ ফকির (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তার ভাতিজা রিয়াজুল ফকির (২৩) গুরুতর আহত হয়েছেন। রোববার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়ার মাঠ নামক স্থানে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ভাতিজা রিয়াজুল ফকিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত অদুদ ফকির মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের লোকমান ফকিরের ছেলে।
বিজ্ঞাপন
এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, মাদারীপুরের টেকেরহাট থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়ারমাঠ নামক স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন মোটরসাইকেল চালক অদুদ ফকির ও আরোহী রিয়াজুল ফকির। এ সময় পেছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি অদুদ ফকিরকে চাপা দিয়ে চলে যায়। পরে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক অদুদ ফকিরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় রিয়াজুল ফকিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অদুদ ফকিরের বন্ধু মাদারীপুরের রাজৈরের বাসিন্দা সিফাত শরীফ জানান, রাজৈরে একটি দোকানে ইফতারি শেষ করে চাচা-ভাতিজা মোটরসাইকেল যোগে ভাঙ্গা আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মামুন জানান, নিহতের মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। অজ্ঞাত গাড়িটির সন্ধান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জহির হোসেন/আরএআর