গোপালগঞ্জ সদরে একটি ইঞ্জিনচালিত নসিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এ ঘটনায় দুইজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাজুলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সুজানন্দ বালা (৪০) ও নিরঞ্জন বালা (৩৫)। তারা উপজেলা সদরের বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

তিনি বলেন, উপজেলার কাজুলীয়া থেকে ইঞ্জিনচালিত নসিমন গাড়িতে গাছের গুঁড়ি নিয়ে সদরের দিকে আসছিল। এ সময় বিপরীতগামী একটি ইজিবাইককে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে নসিমন গাড়িটি উল্টে পড়ে যায়। এ সময় নসিমনে থাকা সুজানন্দ ও নিরঞ্জন গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পড়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মেহেদী হাসান জয়/এএমকে