তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৩ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে আল-মদিনা বেকারি ও কাবাব ঘর রেস্টুরেন্ট নামক দুইটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধ বিতরণ লাইনসমূহ উৎস পয়েন্ট হতে কিলিং ও ক্যাপিং করা হয়।

এ সময় আল-মদিনা বেকারির একটি তন্দুর, একটি ওভেন ও দুইটি স্টার বার্নার জব্দ করা হয়। এতে ৫৫০ সিএফটি গ্যাস সাশ্রয় হবে।

এ ছাড়া অভিযানে কাবাব ঘর রেস্টুরেন্টের তিনটি স্টার বার্নার জব্দ করা হয়। অভিযান চলাকালে ৩/৪ ইঞ্চি ব্যাসের ৩০ ফুট ডায়া পাইপ ও ৫০ ফুট হোস পাইপ উচ্ছেদপূর্বক জব্দ করা হয়েছে।

ওএফএ/এমজেইউ