জামালপুরে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার, যান চলাচল শুরু
ফাইল ছবি
জামালপুরে প্রশাসনের আশ্বাসে ৩৩ ঘণ্টা পর গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের টাঙ্গাইল বাস টার্মিনালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা।
ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন জেলা শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান এবং জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ। ধর্মঘট প্রত্যাহার করায় ৩৩ ঘণ্টা পর দুরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়।
বিজ্ঞাপন
এসময় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, ধর্মঘট শুরুর পর থেকে কয়েক দফায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক হয়। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর সার্কিট হাউজে বৈষম্যবিরোধী ছাত্র নেতা ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সড়কে গাড়ির নিরাপত্তাসহ গাড়ি পোড়ানো ও শ্রমিকের ওপর হামলা মামলার সুষ্ঠু তদন্তের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে বৈঠকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ-বিন-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিবসহ বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
বাস পোড়ানো ও শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে সোমবার (৩ মার্চ) দুপুর থেকে জামালপুরে গণপরিবহন ধর্মঘটের ডাক দেয় বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
মুত্তাছিম বিল্লাহ/এসএসএইচ