ভোলায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই
ভোলার বোরহানউদ্দিনে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়ার সময় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন এএসআই আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালিরহাট গ্রামে হামলার ঘটনা ঘটে। মাদক কারবারি আকবরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার পক্ষের লোকজনের হামলায় বোরহানউদ্দিন থানার এএসআই মো. কামরুল ইসলাম গুরুতর আহত হন। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে বোরহানউদ্দিন থানার এএসআই কামরুল ইসলাম পুলিশের একটি টিম নিয়ে আকবর নামে স্থানীয় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে ওই এলাকায় অভিযান চালায়। এসময় এএসআই কামরুল মাদক ব্যবসায়ী আকবরকে গ্রেপ্তার করে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে আসার পথে আসামি পক্ষের লোকজন জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেন এবং আসামিপক্ষের লোকজনের হামলায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন এএসআই কামরুল। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিদ্দিকুর রহমান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিজ্ঞাপন
খাইরুল ইসলাম/আরকে