বিশ্ববিদ্যালয়ের জমির গাছ কাটায় ইউপি সদস্যসহ আটক ২
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিগ্রহণকৃত জমির গাছ কাটার অভিযোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সৈয়দ মো. বাদল এবং বিশ্ববিদ্যালয়ের ল্যাব টেকনিশিয়ান আবু রায়হানকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলার পীরতলা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ মার্চ) সকালে পবিপ্রবি ক্যাম্পাসের খামারবাড়ি সংলগ্ন নির্মাণাধীন ১০তলা ভবনের পাশে অধিগ্রহণকৃত জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ৪৪টি গাছ কেটে নিচ্ছিলেন ইউপি সদস্য সৈয়দ মো. বাদল ও লাল মিয়ার ছেলে আবু রায়হান।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আব্দুল মুকিত মিয়া ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে কর্তনকৃত গাছগুলো জব্দ করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় মামলা দায়ের করা।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, আটক আবু রায়হান পবিপ্রবিতে ল্যাব টেকনিশিয়ান পদে কর্মরত থাকলেও কার্যত তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকতেন। রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তিনি বেশিরভাগ সময় উপজেলা পরিষদ ও উপজেলা ভূমি অফিসে অবস্থান করতেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের জমি থেকে গাছ কাটার ঘটনায় প্রশাসন কড়া পদক্ষেপ নেবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
রায়হান/আরকে