ফরিদপুরের মধুখালীতে বসতঘরের আগুনে পুড়ে এক বৃদ্ধা দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। 

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে নিহত ওই বৃদ্ধার নাম জবেদা খাতুন (৮৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা মৃত জলিল মোল্লার স্ত্রী।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় বসতঘরের মধ্যে থাকা বৃদ্ধা জবেদা খাতুন আগুনে পুড়ে ঘটনাস্থলেই নিহত হন।

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, আগুনে বসতঘরের মধ্যে আটকে পড়ে বৃদ্ধা জবেদা খাতুন পুড়ে নিহত হন বলে জানতে পেরেছি। খবর পেয়ে মধুখালী দমকল বাহিনীর একটি দল পৌনে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত কাজ করে আগুন নেভায়।

মধুখালী ফায়ার দমকল বাহিনীর স্টেশন অফিসার মো. রাশেদুল আলম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে একটি বসতঘরের ৩ রুম ও একটি রান্নাঘর পুড়ে যায়।  ওই সময় বৃদ্ধা জবেদা খাতুন ছাড়া আর কেউ বাড়িতে ছিলেন না। এ সময় ঘরের মধ্যে আটকা পড়ে জবেদা খাতুন নামে এক বৃদ্ধা মারা যান। মরদেহটি উদ্ধার করে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।                                                                                                                                                          

জহির হোসেন/আরকে