রাজবাড়ীতে অভিজাত একটি চাইনিজ রেস্টুরেন্টে ছিন্নমূল ও দিনমজুরদের ইফতার করিয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। রোমানের এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি ছিন্নমূল ও দিনমজুর মানুষেরা।

বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় শহরের পান্না চত্বর এলাকার পালকি চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতারের আয়োজন করেন ছাত্রদল নেতা রোমান।

সমাজের যারা অবহেলিত ছিন্নমূল, দিনমজুর মানুষ যারা রয়েছেন তারা কখনো অভিজাত রেস্টুরেন্টে আসার সুযোগ পান না। ছাত্রদল নেতার রোমানের এই ব্যতিক্রমী উদ্যোগে তারা আজ এক বেলা চাইনিজ রেস্টুরেন্টে ইফতারের সুযোগ পেয়েছেন। রোমানের এই ব্যতিক্রমী উদ্যোগকে এসব দিনমজুর ছিন্নমূল মানুষ সাধুবাদ জানান।

রাজবাড়ী ‌রেলও‌য়ে স্টেশ‌নের কু‌লি সর্দার মো. কালু বলেন, আজ আমরা রোমানের দাওয়াতে এখানে অর্ধশত ছিন্নমূল রোজাদার ইফতার করতে এসেছি। রোমানের সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। সে আমাদের ভাতিজা। আমরা কখনো ভালো জায়গায় ইফতারের সুযোগ পাই না। আজ রোমানের দাওয়াতে এখানে আসার সুযোগ হয়েছে। এক সঙ্গে সবাই ইফতার করে ভালোই লাগছে। 

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধির মাস ও সংযমের মাস। এই মাসে আমরা অনেকেই ভালো ভালো জায়গায় ইফতার করে থাকে। কিন্তু সমাজের যারা দিনমজুর ও ছিন্নমূল মানুষ রয়েছেন তারা এসব জায়গায় আসার সুযোগ পাননা।মূলত এসব দিনমজুর ও খেটে খাওয়া মানুষের সাথে একসাথে ভালো জায়গায় ইফতার করার উদ্দেশ্যেই আজকে এখানে বসা। সহমর্মিতা ও মানবতার জায়গা থেকেই আমি তাদের সঙ্গে ইফতার করলাম। সবার সঙ্গে ইফতার করার সুযোগ পেয়ে ভালোই লাগছে।

ইফতারের পূর্বে দোয়া মোনাজাত পরিচালনা ক‌রেন হাফেজ মো. আরাফাত। ইফতার ও দোয়া মাহফিলে রাজবাড়ী স্টেশনে ও আশেপাশেই থাকা দিনমজুর, খেটে খাওয়া ও ছিন্নমূল অর্ধশত রোজাদাররা অংশগ্রহণ করেন। 

মীর সামসুজ্জামান সৌরভ/আরকে