কুমিল্লায় ব্রিজের নিচে পড়ে ছিল নারীর হাত-পা বাঁধা মরদেহ
কুমিল্লার দেবিদ্বারে খালের কচুরিপানায় পড়ে থাকা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির হাত-পা রশিতে বাঁধা ছিল। বয়স আনুমানিক ৪০-৪৫ বছর।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ইউসুফপুরে ব্রিজের নিচের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ ঢাকা পোস্টকে জানান, দেবিদ্বারের ইউসুফপুর খালে হাত-পা বাঁধা এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মরদেহটির নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
আরিফ আজগর/এমজেইউ
বিজ্ঞাপন