কুবিতে উড়ো মেইলে শিক্ষকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রশ্নফাঁসের অভিযোগ ওঠেছে বিশ্বিবদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামের বিরুদ্ধে। এক নারী শিক্ষার্থীকে উত্তরপত্রসহ প্রশ্নপত্র দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ৩য় বর্ষের ২য় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান রাহাত।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের ২য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়। ৩ মার্চ ও ৬ মার্চ আরও দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১৩ মার্চ আরেকটি পরীক্ষা অনুষ্ঠিত হাওয়ার কথা ছিল। গত মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সাংবাদিকদের কাছে একটি উড়ো মেইলের মাধ্যমে চিঠি আসে। সেই চিঠিতে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক কাজী আনিছুল ইসলামের সাথে একই বিভাগের এক নারী শিক্ষার্থীর সাথে গোপন সম্পর্কের কথা উল্লেখ করা হয়। ব্যক্তিগত সম্পর্কের জেরে ওই নারী শিক্ষার্থীকে শিক্ষক আনিছুল ইসলাম উত্তরপত্রসহ প্রশ্ন সরবরাহ করে যাচ্ছিলেন।
উড়ো মেইলের মাধ্যমে চিঠি পাওয়ার পর বিষয়টিতে গুরুত্ব দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে ২০২০-২১ শিক্ষাবর্ষের ৩য় বর্ষ ২য় সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান রাহাত ঢাকা পোস্টকে বলেন, উড়ো চিঠিতে বিষয়টি জানার পর আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে আগামীকালের পরীক্ষা স্থগিত করেছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে কথা বলার জন্য কাজী এম আনিছুল ইসলামের মোবাইল নম্বর কল দিলে নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী ঢাকা পোস্টকে বলেন, ওই সেমিস্টারের আর একটি পরীক্ষাই বাকি ছিল। অভিযোগ ওঠার পর সেটি স্থগিত করা হয়েছে। নতুন করে প্রশ্নপত্র তৈরি করে দ্রুত সেই পরীক্ষাটি নেওয়ার বিষয়ে বলা হয়েছে। অভিযোগ ওঠা শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরিফ আজগর/এমএএস