খাগড়াছড়ি জেলা যুবদলের সহ-সভাপতি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত
খাগড়াছড়ি জেলা যুবদলের সহ-সভাপতি মো. সোহরাব হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে দীঘিনালা নিজ বাড়ি থেকে খাগড়াছড়ি আসার পথে পাঁচ মাইল (আনসার ক্যাম্পের সামনে) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন।
বিজ্ঞাপন
আহত অবস্থায় ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম রেফার করে কর্তব্যরত চিকিৎসক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ দফতর সম্পাদক ইসতিয়াক আহাম্মদ নিপু।
তিনি ঢাকা পোস্টকে জানান, গুরুতর আহত যুবদলের সহ-সভাপতি সোহরাব হোসেন বর্তমানে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন।
মোহাম্মদ শাহজাহান/এমএন