রায়পুরায় অটোরিকশা থেকে চাঁদা উত্তোলন বন্ধ করলো প্রশাসন
নরসিংদীর রায়পুরায় সিএনজিচালিত ও বিদ্যুৎচালিত অটোরিকশা থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে রায়পুরা উপজেলা প্রশাসন। চাঁদা উত্তোলন বন্ধের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
এছাড়া ঈদ যাত্রায় সড়কের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর এলাকায় নিয়মবহির্ভূতভাবে গড়ে উঠা সিএনজিচালিত অটো স্ট্যান্ড সরিয়ে দেয় উপজেলা প্রশাসন।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ মার্চ) দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলার শ্রীরামপুর রেলগেইট, শ্রীরামপুর বাজার, রায়পুরা বাজার ও পান্থশালা ফেরিঘাট এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে রায়পুরা থানার পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
মোবাইল কোর্টের অভিযানে ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা ও যানজট সৃষ্টি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে একটি দোকান মালিককে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বিজ্ঞাপন
তন্ময় সাহা/আরকে