সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় জাহিদুল ইসলাম টিক্কা (৪০) নামে মোটরসাইকেল আরোহী এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে হাটিকুমরুল ইউনিয়নের ওভারপাসের শেষ মাথায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত জাহিদুল ইসলাম হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং চড়িয়া কান্দিপাড়া গ্রামের বাসিন্দা।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানান, ওভারপাসের শেষ প্রান্তে পৌঁছালে একটি অজ্ঞাতনামা বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ইউপি সদস্যসহ মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে জাহিদুল মারা যান। 

আরএআর