কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাগুরা সদরে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে পাট ও আউশ ধান ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সদর উপজেলা কৃষি অফিস চত্বরে ২৯শ ৪০জন কৃষকের মাঝে এসব বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপত্বিতে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হাসান। 

মাগুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ২৯শ ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যের আউশ ধান, পাটের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলার ১২শ ৬০জন কৃষককে ৫ কেজি আউশ ধান বীজ, ১৬শ ৮০ জন কৃষককে ১ কেজি পাট বীজ, প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। বিনামূল্যে বীজ ও সার বিতরণ করায় উপজেলার কৃষকরা এ ধরনের ফসল উৎপাদনে আরও উদ্বুদ্ধ হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তাছিন জামান/আরকে