খাস পুকুর ভরাট করে বাড়ি নির্মাণ, গুঁড়িয়ে দিলেন ম্যাজিস্ট্রেট
নোয়াখালীর বেগমগঞ্জে খাস পুকুর ভরাট করে বাড়ি নির্মাণ করায় উচ্ছেদ করলো প্রশাসন। বুধবার (৯ এপ্রিল) বিকেলে চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ডের করিমপুর নেত্রকোণা রোডের মুখে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও বেগমগঞ্জ মডেল থানা সার্বিক সহযোগিতা করেন।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনী। প্রায় দুর্ঘটনায় সেখানে অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই হয়ে যায়। সরকারি খাস পুকুর দখল হয়ে যাওয়ায় আগুন লাগলে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের। স্থানীয় ভূমিদস্যুরা রাতের আধারে খাস পুকুর ভরাট করে বাড়ি নির্মাণ করছে বলে অভিযোগ পায় উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে অভিযানে সত্যতা পাওয়ায় নির্মাণাধীন বাড়ির দেয়াল ও টিন ভেঙে ফেলা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সরেজমিন পরিদর্শন করে দখলযজ্ঞ উচ্ছেদ করা হয়েছে। অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
হাসিব আল আমিন/আরকে