বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার পরিরবারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগে আমেরিকা প্রবাসী জ্যাকব মিল্টনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বিভিন্ন সংগঠনের ব্যানারে শহরের চৌরাস্তায় সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল মব ও তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছোট ভাই মির্জা ফয়সল আমিন ও তার পরিবারের সদস্যদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র ও মিথ্যা, বানোয়াট এবং কাল্পনিক প্রচারণার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। 

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলা বিএনপি, আইনজীবী, ব্যবসায়ী,খেলোয়াড়, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু ঠাকুরগাঁও জেলার নয়, সারা দেশের অহংকার। তিনি একজন নম্র ও ভদ্র মানুষ, যা মানুষের অজানা নয়। অবিলম্বে মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়া জ্যাকব মিল্টনকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

রেদওয়ান মিলন/আরএআর