ঠাকুরগাঁওয়ে ১ লাখ ভারতীয় জাল রুপিসহ এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ গণ্ডগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম হোসেন আলী (৪০)। তিনি পার্শ্ববর্তী হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের মারাধার এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।

জানা গেছে, শনিবার দুপুরে এক গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী রংপুর র‍্যাব-১৩-এর একটি দল ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ গণ্ডগ্রামে অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে ১ লাখ ভারতীয় জাল রুপিসহ হোসেন আলীকে আটক করে র‍্যাব। পরে তাকে রাণীশংকৈল থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, আটক ব্যক্তির কাছ থেকে ১ লাখ টাকার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

রেদওয়ান মিলন/এএমকে