নরসিংদীর পলাশে ম্যাক্স পাওয়ার লিমিটেডের একটি প্লান্টের পুরাতন ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্লান্টের ইঞ্জিনিয়ার ওমর ফারুক জানান, সানজিদা এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে আমাদের ট্রান্সফর্মার বিক্রি করা হয়েছে। তারা কাজ করার সময় আজ বেলা সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও কিছু ইকুপমেন্টের ক্ষতি হয়েছে।

পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুস শহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

এআইএস