চসিক নিবার্চন: কর্মকর্তাদের মনে শঙ্কা!
ফাইল ছবি
চট্টগ্রাম সিটি করপোরেশন নিবার্চন আগামী ২৭ জানুয়ারি। এ লক্ষ্যে নিবার্চন পরিচালনা কর্মকর্তাদের জন্য নানান প্রশিক্ষণের আয়োজন করেছে জেলা নিবার্চন কার্যালয়। তবে, নির্বাচনের দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের অনেকেই আছেন স্কুল-কলেজের শিক্ষক। তাদের মধ্যে নারীও আছেন। এখন তাদের মধ্যে কাজ করছে করোনাভাইরাসের ভয়। রয়েছে নিবার্চনের দিন বিশৃঙ্খলার শঙ্কা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী শিক্ষক বলেন, এই পরিস্থিতিতে নিজেদের সুরক্ষা নিয়ে শঙ্কায় আছেন তারা। এমনিতেই শিক্ষা প্রতিষ্ঠানের রুটিন দায়িত্ব পালন করতে হয়, তার ওপর সংসারের কাজ সামলে নির্বাচনের দায়িত্ব পালন করা খুব কঠিন। পাশাপাশি ভোটকেন্দ্রে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় ভয়ে আছেন তারা।
বিজ্ঞাপন
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, নিবার্চন সংক্রান্ত কাজে যারা যুক্ত থাকবে তাদের সুরক্ষা নিশ্চিত করব আমরা। এবার তাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
গত ২০ মার্চ ৩ হাজার কর্মকর্তার প্রশিক্ষণের ব্যবস্থা করে নির্বাচন কমিশন। মহানগরের ৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় এ প্রশিক্ষণ, যা চলে ২৫ মার্চ পর্যন্ত।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশন নিবার্চনে বর্তমান ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ ও নারী ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন। ৭৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৩৩টি স্থায়ী ও দুটি অস্থায়ী।
এমএসআর