ঝালকাঠিতে ইয়াবাসহ আটক ২
ঝালকাঠির রাজাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বুধবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
আটক হওয়া দুই মাদক কারবারি হলো—তারিকুল ইসলাম তারেক (৩০) ও আরিফ হোসেন হাওলাদার (৩৮)।
তরিকুল রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পূর্ব ইন্দ্রপাশা গ্রামের রফিকুল ইসলাম ওরফে রতন গাজীর ছেলে এবং আরিফ হোসেন একই উপজেলার সুক্তাঘর ইউনিয়নের জগৈরহাট গ্রামের আবদুল আউয়াল হাওলাদার ওরফে চুন্নুর ছেলে।
বিজ্ঞাপন
অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে তরিকুলের কাছে ৮০ পিস ও আরিফের কাছে ২০ পিসসহ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শাহীন আলম/এমএ