নোয়াখালীর চৌমুহনীতে নামি ব্র্যান্ডের মোড়কে নকল চাল বিক্রির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে সেতুভাঙা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক (অতিরিক্ত দা‌য়িত্ব) মো. আছাদুল ইসলাম।

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। নোয়াখালীর বেগমগঞ্জ উপ‌জেলার সেতুভাঙ্গা এলাকার মেসার্স সু‌ফিয়া অটো রাইচ‌ মিল সি‌টি গ্রুপের তীর ব্র্যান্ডের বস্তায় চাল ভরে বাজারে বিক্রি করছে। একই সঙ্গে তারা দিনাজপুর ও রাজশাহী অঞ্চলের নামকরা ব্র্যান্ডের বস্তায় চাল ভরে বাজারজাত করছে। অভিযানে অনুমোদনহীন বস্তা জব্দ করে ধ্বংস করা হয় এবং ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জ‌রিমানা করে চূড়ান্তভাবে সতর্ক করা হয়। 

অন‌্যদিকে মেসার্স টিএম অটো রাইচ মিলে দেখা যায়, সি‌টি গ্রুপের তীর ব্র্যান্ড এবং না‌বিল গ্রুপের বস্তায় চাল ভরে বাজারজাত করে ভোক্তাদের সাথে প্রতারণা করছে। এ প্রতিষ্ঠান‌টিকেও ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। একইসঙ্গে চূড়ান্তভাবে সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক (অতিরিক্ত দা‌য়িত্ব) মো. আছাদুল ইসলা‌ম ঢাকা পোস্টকে বলেন, বি‌ভিন্ন ব্র্যান্ডের নাম নকল করে চাল প‌্যাকেট করায় দুই অটো রাইচ মিলকে ৫০ হাজার টাকা করে জ‌রিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুইটি ভ‌বিষ‌্যতে নিজস্ব প্রতিষ্ঠানের বাইরে অন‌্য ব্র্যান্ডের নামে বাজারজাত করবে না মর্মে অঙ্গীকার দিয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

হাসিব আল আমিন/এমএ