রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক অবরুদ্ধ
শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করেন শ্রমিকরা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলে আখমাড়াই বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন চিনিকলের শ্রমিকরা।
শনিবার (০২ জানুয়ারি) সকাল থেকে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের অফিসের সামনে একত্র হয়ে চিনিকলে আখমাড়াই বন্ধ ও বিনা নোটিশে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন শ্রমিকরা। দুই ঘণ্টা অবরুদ্ধ রাখার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
শ্রমিক নেতাদের অভিযোগ, চিনিকলে কর্মরত ৯০ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করেছে চিনিকল প্রশাসন। যা অমানবিক। এজন্য বিক্ষোভ করেছেন তারা।
গত ২০ ডিসেম্বর সংবাপত্রে এক বিজ্ঞপ্তির মাধ্যমে চিনিশিল্প সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আখমাড়াই বন্ধ থাকলেও কোনো শ্রমিককে ছাঁটাই করা হবে না।
বিজ্ঞাপন
কিন্তু চিনিশিল্প সংস্থা নিরীহ শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে ৩১ ডিসেম্বর ৯০ জন শ্রমিককে ছাঁটাই করে। অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনরায় চাকরিতে বহাল এবং চিনিকলে আখমাড়াই চালু করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এএম